আমি বাংলায় হাসি বাংলায় কাঁদি
করি বাংলায় প্রতিবাদ
যখনই করি ব্যথা অনুভব
আমি বাংলায় গাই গান।


বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার প্রাণ.....
বাংলা আমায় স্বপ্ন দেখায়
ভাইহারা উনিশ - একুশের গান।


বাংলা আমার চোখের আলো
বাঙালি আমার শক্তি
বাংলা ভাষাকে সম্মান করি
নেই কোন প্রতিদ্বন্দ্বী।


বাংলা আমায় কথা শেখায়
জন্মের শুরুয়াতে
জন্মেছে কত রবি, নজরুল
এই বাংলার ধরা তলে।


বাঙালি তুমি উদীয়মান সূর্য
গর্বিত ভালবাসা,
রক্ত ​​এবং আত্মত্যাগে
একষট্টির পরিভাষা।


বাংলা তুমি শুদ্ধ হয়েছ
প্রতিবাদে রাজপথে
জাতির রক্তে উনিশ মে'
চেতনার অনুভূতিতে।


১৯৬১ সনের ১৯ শেষ মে ভারতের শিলচরে বাংলা ভাষার খাতিরে শহীদ হয়েছিলেন যে ১১ টি তরতাজা প্রাণ তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।