মানুষের ন্যায়-
সততা যত পুরোনো অন্যায় ও তত পুরোনো,
অনৈতিকতার জয়লাভে বিপর্যস্থ হাইব্রিড যুবাদল
ধ্বংসে অতল বিভীষিকাময় সাগরে হাবুডুবু খায় তার প্রাণ
অবক্ষয়ের যাতাকলে ভাগ্য তিলক আক্রান্ত কর্কটে
জ্বলন্ত প্রদীপ সলতে ঝলসে যাচ্ছে
পশ্চিমা চিলেকোঠার কৃপন আচরণে।
নিজ অস্তিত্ব দুখণ্ড চাহিদার প্রয়োজনে
পড়ার টেবিলে জিভ টানে পোর্ণগ্রাফির ল্যাপটপ স্ক্রিনে
গন্তব্যের লক্ষ্য ছেড়ে কোথায় যেন নিজ স্বত্বা খুঁজে।


শিরোনাম দেখেই অস্থির মন,একি ডুবন্ত রবি কাঁদছে পশ্চিমপারে
সভ্য সমাজ ভুগছে মনগড়া ডেফিনেশনে,
দুর্গতি চরম শৃঙ্গে।হিমশিম খাচ্ছে প্রতিনিয়ত অবাচ্ছিত প্রতিশ্রুতির ফলে।
আজ আমি স্বাধীন......! তাই উন্মুক্ত প্রতারক ধর্ষক ঘোষকোর
মহামারি রাহাজানি চলে স্বাধীন বলে,
যত মদুড়ির যৌন-যন্ত্রনার হেমলক বিষের এসিড বর্ষণে উন্মুক্ত ক্ষয়রোগ।


জানি, শুধু চিৎকার করে যাবো কেউ শুনবে না
কারণ মানুষ আজ স্বার্থপর আর নির্দয়ার বোরখা পরা
সময় নেই কাছে যাওয়ার,ভয়
অপরাধ না করে যদি অপরাধী সেজে যায়।
কি দরকার নির্মমের গোঙানি আওয়াজ শুনার
হোক না কেউ কাম লালসার শিকার।


ভাবছি এ বিংশে শিষ্টজনের অভিসম্পাতে
গন্তব্য আজ যেন কোথায় দ্রাঘিমা ছুঁয়ে!