ওরে তোরা কি সত্যিই মানবিক,না সেই পোষাকের
কোন বিষাক্ত আরণ্যক,
মানুষ তো বিবেক সম্পন্ন মূর্খ,চোখ খোলা অন্ধ,
আর যত মৌলবাদী লুন্ঠনে ব্যস্ত,
ধর্মকে পুঁজি করে যত পুঁজিপতি প্রতারক।


আজও কালান্তরের মোহনায় শোষিত কত নির্বোধের মগজ
কোরান ভুলে টানছে ওরা নিজের লিখা হাদিসের রস,
মনগড়া কত N G O তে বিভক্ত,যত হারাম হালালে পরিণত
কি অদ্ভুত কর্মসুচী, ভগবানের নাম নিতে ট্যাক্স লাগে বুঝি!


ধর্মের ঠিকাদাররা চুষে বকধার্মিকের লিঙ্গ
তোদের কি জাত আছে?
না নেই, এর চিহ্ন ও নেই,
তোরা নিছক কাঙাল মাত্র।


মানুষ জানে ভালোবাসার কদর
মৌলবাদীর যৌন ক্ষুদায় উদর
চার বউয়ের সুন্নত চায়
ফরজ থাক বাকীর খাতায়,
কপালে তার নয়ন যুগল
যদি দেখে নেয় খেলাপ পর্দার
হয়ে যাবে বেহেস্ত-দোযখ একাকার।


মন্দির-মসজিদ কিবা গির্জা বলো
চলছে শীলতাহানি অহরহ
এরা কেমন মোল্লা-পুরুত কিবা পাদ্রি হলো
নিষ্ঠুরতার বাটখারায় ভাব পথভ্রষ্ট।


হারিয়েছে দিগন্তের ঐ পারে যত আদর্শ
বিবেক সম্পন্ন মানবিক জ্ঞান ঘুমন্ত
মিলবে কি সঠিক আলোর উৎস?
হিংসার দাবানলে গোটা সমাজ আক্রান্ত,
শুনো,কোকিলের নৈরাশ্য কন্ঠ
আরও চলবে কি ধর্মের দাপট অহরহ
ঠেলে দিলাম আমার এই ক্ষুদ্র প্রশ্ন।