জিলহজ্বেরই দশ তারিখে
ঈদ-উল-আযহা
ঈদ মানেতো মিলন গীতে
আনন্দ খুশি মার্জনা।


ইব্রাহিমের(আঃ) ত্যাগের ফলে
নজির গড়লো ভবে
প্রভুর কৃপায় দয়ার বলে
পুত্র বহাল তবিয়তে।


হিংসা বিদ্বেষ ভুলে সবাই
নাও সঠিক দীক্ষা
ত্যাগ শিখি মোরা নই কসাই
কুরবানী শেখায় সু-শিক্ষা।


বাহবা কুড়াতে বিষ মিশালে
এক এক টুকরো গোশতে
খোদা ত্যাজিয়া দাম্ভিক শানে
বাহাদুরি সাজ সাজে।


মনের পশুত্ব করো কুরবানী
বনের পশু পরে
মুসলিম জাতি শুনো জোরবাণী
ত্যাগী হও প্রথমে।


হে জাতি,মনের শুদ্ধি মেটাতে
করো হে আত্মদান
পাবে হৃদয়ের প্রশান্তিতে
শুধু মানবের জয়গান।