লাশটা আমার রাখবো কোথায়....
আবর্জনা মৃত্তিকায়!
মাকড় ঝালে বেড়ি পরা পৃথিবী
অশান্ত ভুবনে শান্তির খুঁজে
দিবে কি যোগ্য সমাধিস্থান?


হয়রান আমি ক্লান্ত
মনমরা বিষাদে জর্জরিত,
জানো,নেই এমনও স্থান বিন্দু-বিসর্গ
মিলে নাই, মহাসিন্ধু অতল বলো আর
মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি,অশান্তিটা দেখি হিমালয়ে
প্রতিযোগীদের ভীড়,নাম রৌশনের খিদে
নিস্তার নেই সুনীল-শান্ত আকাশ,বিভীষিকায় বিকল
মনব-যন্ত্র,সব কিছু ছেঁদো
বীজ গাড়া হিজলের,ভীত-সন্ত্রস্ত
ক্লান্ত যৌবনের অস্তাচলে সমস্থ,তাই
হৃদয়ে হৃদয়ে মিলবে এ লাশের ঠাঁই।