দুর্দশাগ্রস্থ গ্রহে সাহসের মিথ্যা ডেফিনেশন
চিত্তপটে নিত্য ঘটে হাল মানবের উন্নতি
কালে প্লাবিত সভ্যতা ও সংস্কার
গন্ধ নালীর প্রবাহে
কুসংস্কার ক্ষণজন্মা ভ্রষ্টাচার,অগ্নিশিখার রাবণরাজ
অতল জলের তরল চুষে মরুভূ চাতকে
অলীক বাস্তবে ভূত প্রেত তাবিজ কবচ আর---
ঈশ্বর যত অন্ধবিশ্বাসের নিরেট শূণ্যতা
যুক্তির কুঠারে অনুভূতির কাঠ।


পর্যবসিত জনতা ডায়াজিপাম সেবনে
ঘুমের ঘোরে স্তন চুষে আর
যত দাবি চাওয়া আছে সব
ভয়াতুর জনতা
রাজপথ ছেড়ে উৎকট ব্রেকিং নিউজে।


কমার্শিয়াল বিরহ কাব্যমালায় আর্তনাদ অনুপস্থিত
তাই ভালোবাসার গীতি অসহ্য লাগে
অসহায় অতৃপ্তের করুন কন্ঠ
আমায় লিখতে বসিয়েছে।


স্বরচিত বচন বেঁচে মৌলবাদীর দলে
পরখে সাহসহীন অজ্ঞানতা
জ্ঞানগর্ভ মন্তব্যে,
মাতাল পরগাছার সুঠাম কাণ্ডের অন্তর্জলি সাধনে
তিলে তিলে পুড়ছে চাষি শ্রমজীবি
কিবা তিতাসের অপরাজেয় ধীবর।


স্পর্শের সৌন্দর্য যদি নির্লিপ্ত আত্মপ্রতারণার আড়ালে
তবে অন্ধের কারাগারে বিশ্বাস কেমনে জন্মে?
শতাব্দী পর শতাব্দী ত্রাস সীজ-ফায়ারে
নষ্টের লিঙ্গ চুষে করুণার নগ্ন মুখে।


ঘুমন্ত শান্ত বিষাদের নীচে
বৃষ্টিকণা নির্মিত রাতের গভীরে
আলোর নূপুরে বাজে
স্মৃতি জড়ানো এক স্বপ্নের ক্যনভাসে,
ব্যস্ত সুশীল সমাজ অত্যাচারীর পদলেহনে
আজ আমিও নির্বাক একই মঞ্চে।