প্রতিবাদ করে কি হবে অলি-গলি কিবা রাজপথে
সব অধিকার তো নষ্টদের হিতে
ওরা দনুর পুত্র,
তাঁরা দানব মুঠোয় ডাংগুলি খেলে
মানবিকতার তেপান্তরে।
চলে যাবে যত সংঘ পরিষদ,সভ্যতা,স্পষ্ট প্রমাণ
ক্ষুধার্ত নষ্টদের উদরে;যেভাবে চলে গেছে কোহিনুর--
সাহেবের কোষাগারে।
চলে যাবে কৃষকের রক্তঝরা ঘামের ন্যায্য মূল্য,
পরিণীতার শাঁখা,কাক ভোরের রবির হাসি,
জ্যোৎস্নার শাদা রশ্মি,যত ছিলো পাণ্ডুলিপি,
যাবে ওদের কবলে।
হায়রে গণতন্র সমাজতন্ত্র,যত মার্কস-লেনিনের বিশ্বাসী
বড় অসহায় আজ তুমি!
সব নষ্টদের অধীনে,আরও যাবে যত ছিলো
মন্দির-মছজিদ-গির্জা আরও
কাণ্ডারি,সীমান্ত প্রহরী,তোর জলসাঘরের সুন্দরী
রাত পোহাবে অশ্লীল উরুতে,
স্বপ্ন.....সে ও যাবে আস্তাকুঁড়ে
ভাটিয়ালি সুর পড়ে রবে উচ্ছিষ্ট হয়ে
অর্ঘ্যও যাবে অপদেবতার মন্দিরে
তুই দেখিস নিরবে নিশ্চুপে!
একে একে সব নষ্টের অধিকারে যাবে।