দেয়ালের ক্যনভাসে কলরব
নির্যাতন নির্যাতন নির্যাতন,দাবীতে মানব-বন্ধন
রক্ত হোলিতে খেলছে নৃত্য
গড়ছে নতুন এক মানচিত্র
বজ্র আজ জাগ্রত অশনি সংকেতে
কালো রাজনীতির কবলে ছাত্রদের আগল ভাঙে
চলো সত্যের মশাল নিয়ে,দেখি কে রুধিবে,
বিমোহিত হয়োনা মজলুম,দালালের অবিচারে
দুবৃত্তের চাকার তলে রঞ্জিত রাজপথ লোহিত রঙে
হায়নার অট্টহাস পরিহাস নির্মম হাহাকার
উত্তপ্ত রাজপথ কলঙ্ক কালিমায়।


চিৎকার করো হে যত দূর গলা যায়
তাড়াও ছাত্র-যুবক মিলে
পাঠাও যমের বাড়ীতে,
এই বাংলায় অভিশপ্ত লাশ টা!
দিয়েছো বদনাম যারে
কাউকে দেবেনা ছাড়
কে আসবি? আয় দেখি চল
সাহস আছে কার!