প্রত্যাখ্যাত হই বারে বারে
প্রতিদিনকার মতো আজও
স্থব্ধ সারা বিশ্ব
অঘোষিত ধর্মঘট
আর মৃত্যু মিছিল
বুলেটের আওয়াজে
মানবিকতা মুখ থুবড়ে পড়ে
গ্রাম শহর কিবা দেশে
কত হবে আর.....
ভুলে গেছে মানুষ নিজেকে
আজও কি মানুষ মানুষের জন্যে
যুবকের রন্ধ্রে মিশছে
যত ইয়াবো,গাঁজা
ভুলে গেছি মনুষ্যত্ব।
খালি পেটে আর খালি পকেটে
এ শহরের রঙিলা মানুষ দিয়েছে
অনেক শিক্ষা অামায়
দেখি ঈর্ষায় মরছে
মাতাল হয়ে
চোখের পাতাগুলো ভেজে
বিষাক্ত কেমিকেল রিয়াক্সনে।
হাতে আজ তীক্ষ্ণ ফলাকা
আচম্বিতেই বিঁধবো রক্ষণশীলতার পাঁজরে
স্তুতিবাক্যে কানের ভদ্রতা
হারাবে বেশ্যার ঘরে।
প্রতিহিংসায় জলন্ত কুণ্ডে
বিসর্জিত বিজ্ঞ মস্তিষ্ক
অাজ অমানুষের ছায়া
অশুভ সময়ে হাঁটছে
উদ্ধত মুখে
দুর্বার দুর্নিবার মুষ্টে
প্রতিহিংসা রোখবে!