শুধু খুঁজি তাঁরে আঁধারে
হারায় অচিনপুরে
আমার অশ্রু কনা গুলো
শ্রাবনে ঝরে পড়ে।
.


আজ তুমি নেই বলে
ভাসি নয়ন জলে
পারিনি নিজেকে ধরে
ঐ শাড়ির আঁচলে।
.


রাতটা যত বাড়ে বন্ধু
কষ্ট তত বাড়ে
বন্ধু বিনে কাটে সময়
কেমনে ভুলি তারে।
.


ফেলে আসা সোনালি দিন
আজও পিছু ডাকে
চোখ বুজে দেখি তাঁরে
মরু হৃদয় বাঁকে।
.


সুখে থাকো না হয় তুমি
তোমার মতো করে
রিক্ত হস্তে আমি থাকি
শূন্য এই অন্তরে ।