ঘুলাটে রবিটা আর ভাললাগেনা
ওর রূপক মৌনতার সায়াহ্ন-আলোক ছায়াপ্রান্তে
রক্ত আলতা পরা নিলাভো আকাশ লজ্জায়
একরাশ বেদনা ভরা অশ্রুটা অভিশাপে,
দিন-দুপুরে হায়নার মদিরা পান দু আঙ্গুলের ফাঁকে
সন্দেহ জাগায় নিরিহ ভয়ের একাকীত্ব মৃত্যু দেখে,
ভোর রাতে মোরগটা আর ডাকে না,ও কারণ
সে বহু বিতর্কিত, গলিত লাভা
টাইটেল ও দিয়েছে সুজন, বলে না কি যত্বসব
ধর্ম নিয়ে লিখলে নাকি নাস্তিক,এ কেমন কথা ভাই
অধিকারের কথা বললে নাকি ল্যেফ্ট,
প্রশ্ন করলে অবাধ্য, তবে কি বাঁচার যোগ্যতাটুকু
আজ নীল দরিয়ায়।


তোরা মর্জিমতো চলবি আর আমি শালা
'আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ'
বলবো তা কি হয়,
ধ্বনীর গ্যালাস্কিতে ধমনিবাহিত সুরস্রোতে
গুংগানির আওয়াজ শুনে মনে হয়
এ্যাসিড ঢেলে দেই বিশ্বাস-আলয়ে,
ওই নামের জপমালা মসনদে বসায়
হৃদয় গহিনে ভাইবরেশন হয় অনায়াশে
নষ্টজন্মের শব্দছকে আঁশটো গন্ধ শরীরে।


মরশুমি জ্বরে প্লাষ্টিক হৃদয়গুলো
টেষ্টটিউবের বেবির মতো হাঁড় বিহিন
ফাইবারের অলীক প্রেমে নিজ হাতে গলা টিপে
আবছায়া শুয়ে থাকা অনুভুতি,প্রাণ
শ্মশানে ঘুম ভাঙে মৃত্যুর স্বরে,রাত বাড়ে।