ফ্রন্ট ক্যেমেরায় বাঁকা মুখে
তুললে নিজের ছবি,
ডিজিটালের বিশ্বায়নে
নামটি দিলো সেলফি।


মেগাপিক্সেল যত বেশি
মোবাইল ফোনে রবে,
দারুন হবে নিজস্বী
তাই ব্যস্ত সেলফি হিড়িকে।


যুবক-যুবতি ভোগছে আজি
সেলফি নামক রোগে,
উৎসাহেতে দিচ্ছে মিলে প্রাণের বাজি
শুধু আপলোডের জোশে।


পার্টি কিংবা অনুষ্টানে
সেলফি যেন সেরা,
সেলফির নেশায় কত মানুষ
স্মৃতির মাঝে ঘেরা।


সোসেল মিডিয়া জব্বর ঠাসা
নিজস্বীর উন্মাদে,
ফাঁকা জায়গা নেই যে আর
সব সেলফির কবলে।


বিবেক আজ অস্তাচলে
নেই মনুষ্যত্ব-জ্ঞান এখানে,
সেলফি নিয়ে সব মানুষই
পরিণত অজ্ঞানে।