কে দিলো মোরে ধরার বুকে ঠেলে
আমি তো ছিলাম নির্জন আঁধারে
বড় যতনে ছিলো সেই দশমাস
এক নাড়িতে অন্বিত গর্ভপুষ্পে।


জানি, বিধাতা গড়িলো মোরে
অতি সুনিপুণে,উদরস্থ মাতৃধামে -------
কী সুন্দর! ধরা ভাসে সুভাষে
নিষ্পাপ শিশুর মুক্তাঝরা হাসিতে।


হঠাৎ ম্লান তাঁর হাসির ফোয়ারে
ও বুঝি অযত্নে,
তিলে তিলে পুড়ছে
স্নেহ মমতার গ্রস্তে ।


সঠিক দায়িত্বের অভাবে
বঞ্চিত সুষ্ট জীবন গঠনে
মাত্র এ কটি বয়সে পেটের তাগিদে
জ্ঞান-পিপাসা ছেড়ে লিপ্ত জীবন যুদ্ধে।


জানো বাবু, শুধু ক্ষুদার তাগিদে
কখনও ইটের সাথে কিবা লোহার সাথে
দাহ্য হই চায়ের চামচ নেড়ে
আবারও মেম সাহেবের পা টিপে।


সুশিলতা আজ কালো ফিতায় মোড়া
এমনিই মরছে কত চুমকি,আলি,ভোলা,
ফেষ্টন-ব্যানারে ব্যস্ত মাইক ধরেছে যারা
আফসোস,কে বলবে একবার ভালো আছিস খোকা।


প্রশ্ন সুশিল সমাজের প্রতি
কেন এই দুর্নীতি-ফাঁকি শুধু ওদের লাগি
খুলে দাও কপাট, শপথ করি
জেগে উঠুক মানবিকতা শিশু শ্রমের প্রতি।