এখন আমি তোমায় নিয়ে ভাবি না
তোমাকে নিয়ে স্বপ্ন দেখিনা
আমি তোমায় ভেবে আলস কাব্যও লিখিনা
আর লিখবনা তোমায় ভেবে,ডাকবনা মিছে
যতই হউনা অনন্যা ।
আমি তোমায় ভেবে আলস সুর বাধিনা
বাধনা নতুন সুর, নতুন কোন স্বপ্ন
তমার জন্য আর আমার কোন ভাবনা নেই
নেই কোন হাহাকার, মিথ্যে পাবার ছলনা
এই হ্রদয়ে তোমার নামটি আর নেই
মুছে গেছ নোনা জলের বানে
তোমার সৃতি মনে রেখে শিশির ভিজিনা
পরন্ত বিকেলে আর আবির মাখিনা
ঘুম ভাঙ্গা রাতে তোমায় স্মরনে আনিনা
হারাই না মনের খোরাকে আচেনা সন্ধিক্ষণে
তোমার জন্য মনের অজানায় লাল ফুলটি ফুটে না
সুতাকাটা ঘুরির মত মনও উরে না
আজ মনে কোন কামনা নেই তোমাই ভেবে
জরাবার মধু মিলন ।
যা ছিল হারিয়ে গেছে
ফিরেও পাবার না
তোমার পথে তুমি হাট, বাধা দিবনা
স্বাধীন স্বত্বায় বাচ,দাবি নিয়ে আসবনা
তোমার সুখ কামনায় ব্রতি থাকব
যদিও তুমি আমার রবে না
তবে মানুষ এবং ভালবাসার দিকে
তুমি শ্রেষ্টত্বের দাবি নিয়ে থাকবে
সেই দিনেও, যে দিন আমি থাকবনা