চুপটি করে আছিস কেন
মুখটি করে ভার,
কে বকেছে কে মেরেছে
বল আমারে বল ।
চাঁদের কোনা
চোখের মণি,
কাদিস নারে আর ।


পরিস্থানের সোনার কাঁকন
রাজস্থানের হার,
ময়না মতীর ময়না পাখি
এনে দেব রাজ পুত্তর বর ।


এতে ও যদি মন না ভরে
আর কি চাই বল ?
কোমর জোড়া বিছা দেব
নাকে দেব নথ,
কিনে দেব জরীর শাড়ি
পায়ে দেব মল ।


এবার একটুখানি হাস,
আমরা সবাই মিলে গড়ি
সুখের নিবাস ।