সেদিন দেখেছিলাম তারে
গাড় অ০ন্ধকারে। আমাবশ্যার শেষ রাতে
একখণ্ড পৃর্নিমার চাঁদের মতো ।
মানুষ মরে গেলে তার শেষ
চিন্হটুকু মুছে য়ায, আস্তে আস্তে
ধুসর হয়ে য়ায চির চেনা মুখগুলি ।
ইতিহাসের পাতা থেকে খসে পড়ে
সময়ের ঝাণ্ডা, কালের ব্যাবধানে
হাড় গোড় অস্থি মর্জ্জা এক সময়
বিকলাঙ্গ নদীর তীরে ভিড় জমায় ।
এক সময় রাজা বাদশা আর প্রজা মিলে
হয়ে য়ায় পৃথিবীর মানচিত্র, যেন আমাবশ্যার
শেষ রাতে এক খণ্ড পৃর্নিমার চাঁদ ।