ভুলিতে পারিনা তোমাকে মা
যেখানেই যাই যতদুর,
মনের বীনাতে বাজে সর্বদা
খোকা কইরে সেই ডাক সুমধুর।


বলেছিলাম মাগো তোমাকে
মানুষের মত মানুষ হয়ে
তোমার কোলে আসিব ফিরে।
দুরে বহু দুরে ব্যাথাভরা অন্তরে
শুধু তোমাকে ঘিরে নিরবে অশ্রু ঝরে ।


মাঘের কনকনে শিতের রাতে
কাথা সরে গিয়েছে বলে,
কখন এসে কাথা গায়ে দিয়ে
খোকা জেগে উঠবে বলে,
তুমি নিরবে যেতে চলে ।


সেই সব কথা মনে হলে মাগো
মন আর মানে না,
লেখা পড়া ফেলে সব কিছু ভুলে
ছুটে যেতে চায় মন তোমার কোলে ।