তুই যদি রে আমার হইতি
আমি হতাম তোরই।
মেঘমেদূরে ভাষিয়ে দিতাম
মোদের সোনার তরী।


মেঘ বৃষ্টি আলতো করে যখন
ছুয়ে যেত তোরে । আমরা তখন
হারিয়ে যেতাম  যুগ যুগান্তরে ।
হতাম দুজন  দুজনারে ।


সন্ধা যখন নামতো ধরায়
পাখিরা সব ফিরতো নিড়েঁ ।
আমরা তখন হারিয়ে যেতাম
করতোয়ার ঢেউয়ের ভিড়েঁ ।


ছোট্র ডিংগি দুলতো যখন
ঢেউয়ের তালে তালে । তখন
আমি  ছল করে ভিজিয়ে
দিতাম তোরে করতোয়ার
শীতল জলে।


নিশিতে নয় নিশিথিনীতে  
যেতাম মোরা ফিরে  ।
সারা জীবন সুখের পরশ
থাকতো মোদের ঘরে ।