===বিদ্বান নয় শিক্ষিত হও===
আমি দেখেছি সেদিন তারা তারা তারা মিলে,
বেদম পেটাচ্ছে অসহায় কুলিকে সদলবলে।
সেদিন ঘন কুয়াশায় ছিল কুলি, চাদরে ঢাকা,
তাদের ধমকে আগুয়ান সবাই, হলো ফাঁকা।
ক্ষণচারী আমরা মেকি মানুষ, কিছুক্ষণ পরে,
দাঁড়ালাম ভূলন্ঠিত কাতরানো কুলি'টার ধারে।
বললো কুলি, কোন দোষ ছিলোনা মোর জ্ঞানে,
পোটলা নিতে 'না' বলায় পেটালো তিনজনে।
আপনি কি চিনেন তাদের? কারাইবা তারা?
চিনি বাবা তাদের, ঐ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র! দেশের ভবিষ্যৎ পিতা?
এ তাদের আচরণ? জাতির ভাগ্যে আছে যাঁতা।
কি দরকার, এসব শিক্ষিতের ভার, বইবে জাতী?
ভেঙ্গে ফেল এ'সব স্কুল, কলেজ, ইউনিভার্সিটি।
জনজীবনে সব অনিয়ম দূর্নীতি করে কারা?
স্কুল কলেজ ইউনিভার্সিটির উচ্চ ডিগ্রীধারীরা।
নিরেট মূর্খরা খেঁটে খায়, বুঝেনা কলমের খোঁচা,
বিদ্বান লোকেরা সাবাড় করে জনগণের মোছা। 
নিভৃত মনে ভেবে দেখুন, কে বা কারা দূর্নীতিবাজ,
দেখেও পারেনা বলতে, অসহায় নিশ্চুপ সমাজ।
কোথায় নেই দূর্নীতি, স্কুল, কলেজ, মাদ্রাসা, গির্জা,
অফিস আদালত সবখানেই দূর্নীতির ফুলসজ্জা।
এরা সবাই শিক্ষিত নয়, হতে পারে বিজ্ঞ, বিদ্বান,
শিক্ষিত হলে তারা, ছেড়ে দিতো দূর্নীতির চুরি'জ্ঞান।
বিদ্যালয় বিদ্যা শেখায়, করে তৈরী বিদ্বান, বিজ্ঞ,
বিবেক, পরিবেশ, শিক্ষা শেখায় বানাই শিক্ষিত।
বলি তাই,  বিদ্যালয়ে বিদ্বান নয় শিক্ষিত হও,
শিক্ষার গুণে সমাজব্যবস্থায় হিতে পাল্টাও।
--জাহিদ চৌধুরী 
২৩ জুন ২০২১