======== সি. আর. বি======
সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং, সি. আর. বি,
কি অপরূপ! ছায়াঘেরা সারি সারি অটবী।
শত বছরের প্রাকৃতিক নিদর্শন সি.আর.বি,
যেন ব্যস্ত নগরীতে, গড়েছে আস্তানা শান্তিদেবী।
ক্লান্ত শরীরের অবসন্নতা নিমিষেই হবে দূর,
ঘুরে আসেন সি.আর.বি.'র সাত রাস্তার মোড়।
এ'যেন এক প্রাকৃতিক গ্যালারি শিরিষ গাছ তলে,
হাজারো মানুষ ছুটে যায় সি.আর.বি'তে দলেদলে।
উঁচুনিচু ছোটবড় টিলার প্রাকৃতিক মিলনায়তন,
দেখলেই চোখ জুড়ে যায়, ফেরানো যায়না নয়ন।
যান্ত্রিক শহরের কেন্দ্রেই নৈসর্গিক সৌন্দর্য্য স্থান,
এ' সি.আর.বি, বুভুক্ষু বিনোদনকারীদের প্রাণ।
চারদিকে মনোহরী গাছ, সবুজ পাতা, বসে মানুষ,
যেন চট্টগ্রাম শহরের বক্ষপিঞ্জরের একমাত্র ফুসফুস।
কেন তোরা বাচ্চা শুয়োর সিআরবিকেই দেখলি,
শুয়োরের বাচ্চা ডাকিনি আমি, দেইনি কোন গালি।
অনেক সরকারি জায়গা আছে ক্ষমতাধরদের দখলে,
কেন তোরা কেড়ে নিবি, যা জনতা রেখেছে আগলে?
কেমন তোদের পরিকল্পনা, হাসপাতাল শহরের ভিতরে,
নয় কোন নতুন স্থাপনা নগরীতে, করো তা নগরীর বাহিরে।
হুশিয়ার করে দিলাম, খেলবিনা আর সি.আর.বিকে নিয়ে,
চট্টলাবাসী রুখবে, তোদের পাগুলো হাতে ধরিয়ে দিয়ে।


--জাহিদ চৌধুরী 
২৯ জুলাই ২০২১