~~~~~জীবন~~~~~
--------------------   জাহিদ চৌধুরী
অজানা গন্তব্যে একা বা সাথে পথ চলা,
চলার পথে বেশকিছু দ্বায়িত্ব কাঁধে তোলা।
এর নামই জীবন,
বাঁচার সন্ধিক্ষণ।।
চলতে চলতে কাজে পার করা বেলা,
কিবা হেলায় সবকিছুই ঝেড়ে ফেলা।
এর নামই জীবন,
কর্তব্যের সন্ধিক্ষণ।।
সমৃদ্ধির মরীচিকার পিছে ব্যর্থ ধাওয়া,
সুখের আশায় সবশেষে ডুবে যাওয়া।
এর নামই জীবন,
স্বপ্নের দৃষ্টিকোণ।
আকাশের চাঁদ ছোঁয়ার তীব্র বাসনা,
বাস্তবতায় সীমাহীন ক্ষুব্ধ অনুশোচনা।
এর নামই জীবন,
আশাহত ভাঙ্গন।।
আগামীকাল ভালো, ভেবে ব্যাকুল হয়ে উঠা,
বর্তমানের অপ্রাপ্য বিষাদ থেকে পিছু হটা।
এর নামই জীবন,
আশার গো-মরণ।।
সবাইকে নিয়ে ভাল থাকার তীব্র কামনা,
হিংসা, বিদ্বেষ, হানাহানির কাছে হার মানা!
এর নামই জীবন,
মনের শান্তি হরণ।।
এরি মধ্যেই বেঁচে থাকা এরি ধরে রাখা,
জীবন মানেই মেনে নেয়া সব আঁকাবাঁকা।
                 ---------------
খুলশী, চট্টগ্রাম
অক্টোবর ০৬, ২০২৩