==কিছু সব মানুষ ==
কিছু মানুষ শুধুই মানুষ,
কিছু মানুষ মহাপুরুষ। 
কিছু মানুষ হয় মানব,
কিছু মানুষ হয় দানব।
কিছু মানুষ হয় বিজ্ঞ,
কিছু মানুষ থাকে অজ্ঞ।
কিছু মানুষ হয় সুখী, 
কিছু মানুষ হয় দুখী।
কিছু মানুষ খুবই ধনী, 
কিছু মানুষ অনেক ঋণী। 
কিছু মানুষ মানুষ ঠকায়, 
কিছু মানুষকে ঠকে সবাই।
কিছু মানুষ টাকা উড়ায়,
কিছু মানুষ খুঁজে বেড়ায়।
কিছু মানুষ কথা ছড়ায়,
কিছু মানুষ কথা কমায়।
কিছু মানুষ খুবই রাগী,
কিছু মানুষ বেশ ত্যাগী।
কিছু মানুষ চিন্তায় অস্থির,
কিছু মানুষ চিন্তায় সুস্থির। 
কিছু মানুষ খুবই কর্মমুখর,
কিছু মানুষ অলসতায় বিভোর।
কিছু মানুষ অতি সরল,
কিছু মানুষ ভাবে গরল।
কিছু মানুষ অল্পতেই তুষ্ট,
কিছু মানুষ বেশীতেইও দুষ্ট।
কিছু মানুষ আচরণে সুন্দর,
কিছু মানুষ আচরণে বান্দর। 
কিছু মানুষ মানুষের জন্যে,
কিছু মানুষ নিজের হন্যে। 
কিছু মানুষ মানব সেবায়,
কিছু মানুষ মানুষ ক্ষেপায়।
কিছু মানুষ দেখায় শক্তি 
কিছু মানুষ দেখায় ভক্তি।
কিছু মানুষ গড়ে ইতিহাস, 
কিছু মানুষ করে পরিহাস। 
কিছু মানুষ কিভাবে মানুষ, 
কিছু মানুষ ভেবে বেহুঁশ।
কিছু মানুষ কল্যাণের জন্য,
কিছু মানুষ অকল্যাণ পন্য।
সব মানুষ রঙিন ফানুস,
সব মানুষ দম ফুরালে ঠুঁশ।


--জাহিদ চৌধুরী
০৯, জুন ২০২১