~~~~~কবির ভাষা~~~~~
------------------ 🖊 জাহিদ চৌধুরী


অল্পঅল্প জল্পকল্পে লেখায় গল্প,
সল্পতায় বুঝানোর নেই বিকল্প।
ছন্দ দ্বন্দ্বের গন্ধে নয়তো মন্দ,
লেখার অভিসন্ধিতে হয় নিবন্ধ।
কল্পনা জমেসমে স্মৃতিতে অম্লান,
কিছু অভিব্যক্তি খুঁজে দেয় প্রাণ।
কতো দেখা, কতো শেখা, তাতেই লেখা,
দর্শনের ভাবুকতা হয় বেশ স্মৃতি গাঁথা।
তারই প্রকাশে কিছু ব্যাখ্যা আসে ভেসে,
কেউবা বুঝে কেউবা উড়িয়ে দেয় হেসে।
লেখালেখি কেমন এক নেশা, নয় পেশা,
ডুবে দর্শন সাগরে মন যায় শিক্ষায় ভাসা।
কতো প্রথা কতোনা কথা স্মৃতিতে গাঁথা,
বর্ণনায় শুদ্ধ-ভুলে শেষ হয় কাগজ পাতা।
বিষয় বস্তুর গভীর তথ্যে ফুটে বেশ ছবি,
যা অহরহ পোষণ করে মনে, লেখে কবি।
লেখায় প্রকাশিত হয়, সময়ের স্মৃতিগুচ্ছ,
বুঝতে পারা খানিক কিছু, বৃথাই সব তুচ্ছ।
                       --------------
খুলশী,  চট্টগ্রাম
অক্টোবর ০১, ২০২৩