●●●●●প্রতিধ্বনী●●●●●


............. 🖊 জাহিদ চৌধুরী


দৃশ্যহীন, শূন্য এই অসার পাহাড়ে,
শুনি গুঞ্জনের প্রতিধ্বনি আছড়ে।
গভীর অরণ্য ভেদ করে শেষ বিকালে
হেলানো সূর্যের আলো ছড়ায় কোলে।
নীল পুষ্পল ছত্রাক শুধু বিকিরণে জাগে,
যেখানে কখনো আসে না কেউ আবেগে।
কখনো অকস্মাৎ দূর থেকে শুনি কন্ঠস্বর,
ঘনজঙ্গল ভেদ করে রশ্মিরা গুনে প্রহর।
পিছলে যায় ছায়াময় ঘনপুঞ্জ শৈবালে,
দেখি তারা সব ঝকমকায় কল্প প্রবালে।
ফাঁকা পাহাড়গুলো, কাউকে দেখা না যায়,
অন্তরে কেবলই কন্ঠস্বরের প্রতিধ্বনি শুনায়।
অরণ্যের গহীনে ফিরে আসছে আবছা আলো
সবুজ মসের ডগাটি আলোকিত, ক্ষণেই কালো।
এই পাহাড়ে মানুষ যায় না দেখা,
শুধু শোনা যায় দূরের স্বরক্ষেপা।
আলো ভেঙ্গে যায় ডালপালাদের মাঝে।
শুধু সে রয়েছে উজ্জ্বল ঘাসে পরন্ত সাঁঝে।    


মার্চ ২০, ২০২৩
খুলশী, চট্টগ্রাম।
         ✘➤➤➤➤➤➤➤➤➤✘