>>>>>>>>>>>তুলনা<<<<<<<<<<


................ 🖊 জাহিদ চৌধুরী


গাড়ী দাঁড়িয়ে আছে, সামনে লালবাতি,
"মাগো কিছু দেন, অভুক্ত গেল দু'রাতি।
দেহেন মা, মোর সোয়ামি নেই এক পা,
রিক্সা চালাতো দূর্ঘটনায় হারিয়েছে তা।
কত সুখের সংসার ছিলো দিন শ্রমআয়ে,
মুখে দুমুঠো ভাত, বছরে দুখানা শাড়ী গায়ে।
বড় ভালো মোর সোয়ামি, ভাগ্যের পরিহাস",
উদাস মনে বলে কথা ছাড়ে গভীর দীর্ঘশ্বাস।
কষ্ট হয়না তোমার দেখে, অন্যের স্বামী,
পরিবারকে করেছে সমাজে অনেক দামী?
"তুলনা করিনা কখোনও, সুখি আমি আছে যা,
সোয়ামি সংসারে আছি ভালো, দেন কিছু মা"।
কহিলো কি সে? করেনা কারো সাথে তুলনা!
এ'সংসারে হায়, আছে কি কেউ তুলনা ছাড়েনা।
মানবজীবনে অহরহ উপমার সাদৃশ্য ছড়াছড়ি,
দুর্বলচিত্তে হিংসা ঈর্ষার তোষকে করি গড়াগড়ি।
মনের অজান্তে অবচেতনায় আমরা পরস্পর,
ধন জ্ঞান রূপ শক্তির বিষয়ে বড্ড পরশ্রীকাতর।
পরের কিছু পরের, কেন অন্যে হয় দৃষ্টিগোচর,
তার সাথে তুলনা, ভেবে করো কেন জীবন ধূসর?
জীবন মানে মেনে নেয়া, অলিখিত এক বুঝাপড়া,
মেনে নিলেই মঙ্গল, নয়তো  জীবন ছন্নছাড়া।
              ★★★
গুলশান -১
ঢাকা।