আমি একজন সাধারন ছেলে
সাধারন আমার চালচলন,
ভালবাসি কিছু করতে
ভালবাসি ভাল করতে এ মন।
ভালবাসি প্রথম কয়েক জনকে
                আমার পরিবারের।
ভালবাসি আরও কয়েক জনকে
                 তারা অন্য ঘরের।


ভাললাগে মানুষকে সদুপদেশ দিতে
ভাললাগে মানুষকে সাহায্য করতে।
ভাল লাগে না জাঁকজমক
ভাল লাগে মার্জিত থাকতে।
ভালবাসি সত্য পথে চলাকে
ভালবাসি সঠিক কথা বলাকে;
ঘৃণা করি অন্যায় ভালবাসা
পরের সাথে মন দেয়া নেয়া করতে।
ভাল লাগে জীবনকে সুন্দর ভাবতে
ইচ্ছা করে তাকে সুন্দর ভাবে সাজাতে
ভাল লাগে ইসলামী আদর্শ-
হতে চাইনা দুর্দর্শ;
ভাল লাগে একটু হাসি-তামাসা করতে
থাকতে চাই প্রানবন্ত,
চাই না মৃত পাতার মত ঝরতে।
চাই না আপন কাউকে হারাতে
চাই গুরুর পাশে দাড়াতে
আমি একটি সাধারন ছেলে;
আছে সুন্দর একটি মন
অতি সাধারণ হয়েও ভাল আছি
                   আমি একজন।


কালিঞ্জিপাড়া, মুন্সিগঞ্জ।
১৪ মে, ২০০৮ ঈসায়ী।