আজ এই মধ্যরাতে
কবিতার পাতা খুলে বসে আমি,
রম্য কবিতা গুলোও বিষাদ লাগছে
বিষে বিষে বিষময় করেছ বিষাক্ত নাগিন তুমি।


ক্ষমা করো, আজ বড় ভয় পাই ঐ বিষদাঁত...
তিক্ততায় গালি এলো, নম্রতা কুপোকাত,
সিক্ত হওয়া আঁখি যুগল রম্য লাগে বড়
নাগিনীর শোকে দংশিতের কান্না করলাম বাজেয়াপ্ত্।



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
২৪ মাঘ, ১৪২০ বাংলা। ০৬ ফেব্রুয়ারি, ২০১৪।