বাংলা আমার মুগ্ধতায় ভরা মায়ের স্নিগ্ধ গান
বাংলা আমার রাখালীর সুরে কলকাকলীর গাওয়া তান।


বাংলা আমার কবিতার ছন্দে আনন্দে মাখা সুর
বাংলা আমার শান্তি দেয় বুকে, ক্লান্তি করে যে দূর


বাংলা আমার ব্যস্ত ঘাটে, মাঠে ফসলের হাসি
বাংলা আমার রাত্রি গভীরে যাত্রী ভাইয়ের শশী।


বাংলা আমার কষ্টে ক্লিষ্ট শিষ্ট মনের চাষী
বাংলা আমার বক্ষে সাহস দক্ষ যুবার পেশী।


বাংলা আমার আত্মমনে সংগোপনে বহা নদী
বাংলা আমার কোটি বাঙ্গালীর মনে ভালবাসা নিরবধি।


বাংলা আমার সবুজ শ্যামলে ভরা কোমলমতি দেশ
বাংলা আমার হৃদয়ের তান, গানের নাই যে শেষ।


বাংলা আমার ভোরের সূর্য, দুর্জয় মহাবীর
বাংলা আমার দুর্বার দেশ, উর্বরতায় সেরা ধরিত্রীর।


বাংলা আমার ষোল কোটি প্রাণে ষোড়শীর সন্ধান
বাংলায় ধাই, বাংলায় খাই, গেয়ে যাব বাংলার গান।।



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১০ পৌষ, ১৪২০ বাংলা। ২৪ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।