'আর স্বপ্ন দেখব না' এমনটাই ভেবেছিলাম একদিন।
কত স্বপ্নই তো দেখলাম এ পর্যন্ত
কই? সত্যি হয়েছে কি কোনটা?
তাই একগাদা অভিমান জমেছিল স্বপ্নের উপর।
তারপর একদিন,
দেখলাম এক স্বপ্ন,
আমার ভেতর জমানো কিছু তিক্ত অভিমানের।


তবে কি আমি স্বপ্নকে তাড়িয়ে দিচ্ছি?
আপন ব্যর্থতাকে ঢাকতে,
স্বপ্নগুলো তাই গাইতি-কোদাল হাতে খুঁড়তে এসেছে-
আমার মন।
ওরা প্রতিশোধ নিতে চায়,
অবহেলার।
আমি অনড়;
আমি হারতে চাই না আর।
তাও নিজের স্বপ্নের কাছে।
একি আমার ক্রোধ, জেদ নাকি দুর্বলতা?
স্বপ্নকে দূর করেছি, তবে অভিমান কেন আসে মনে?


তবে কি আমি পালিয়ে বেড়াচ্ছি?
অবচেতন মনের সচেতন স্বপ্নগুলো হতে।
যারা আমাকে রঙিন পৃথিবী দেখাতো,
যারা আমায় আরেকটু ভালভাবে বাঁচতে শেখাত।
তবে কি সাদা কালোয় মিশে গেছি আমি?
আমি কি আর একটু ভাল হতে চাই না?
কি এমন ক্ষতিটা হয়েছে আমার?
এক জীবনের অর্ধেকটা চুরি করেছে কেউ এইতো।


তবে কি বাকী অর্ধেকটা জীবন আমার নয়?
কিন্তু এ তো স্বপ্নের ন্যায় অবাস্তব নয়?
আরে আমাকে কে বলল স্বপ্ন শুধু অবাস্তবই হয়?
হ্যাঁ, আমি আবার স্বপ্ন দেখতে চাই...
জীবনের স্বপ্ন...
নতুন দিনের স্বপ্ন...
যে স্বপ্ন বাস্তবতার...।।



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১৮ পৌষ, ১৪২০ বাংলা। ০১ জানুয়ারি, ২০১৪ ঈসায়ী।