কবিতা লিখতে ভালো লাগে, তাই লিখতে চেষ্টা করি। কিন্তু এও জানি আমি ততোটা ভালো লেখক নই। কিন্তু আমার লেখায় অন্যের অভিব্যক্তি জানতে পারলে আনন্দিত হই। কেউ প্রশংসা করে, উৎসাহ দেয় মনটা তখন আনন্দে টইটম্বুর হয়ে যায়। আর কেউবা সমালোচনা। তখন নিজেকে অনেক বড় মনে হয়। একজন সমালোচক আমার কাছে একজন শিক্ষকের মত। তিনি ভুলগুলো ধরিয়ে দেন। আর একারণেই মনে হয় আমি এগিয়ে যাচ্ছি, কেননা ছোটদের কেউ ভুল ধরে না।


আমি লিখি। লিখতে ভালো লাগে। আর এও চাই আমার লেখা যেন সবার ভালো লাগে। তাই চাই একটু প্রেরণা, একটু উৎসাহ আর ভুল গুলো ধরিয়ে দিয়ে সঠিক নির্দেশনা। যা ঠিক ঠিক পেয়ে আসছি 'বাংলা-কবিতা' থেকে গত দু'মাস ধরে। বিশ্বাস মনে ভবিষ্যতেও এভাবেই পেয়ে যাবো :) কি পাবো তো?