দেখো আজ দাঁড়িয়ে আছি
তোমার চেনা সেই আমি
পেরেছি আমি সামান্য কিছু,
আরও পারব থাক যদি তুমি।


দেখো আজ দাঁড়িয়ে আমি
মাথাটা উঁচু, দেহটা অনড়
ভেতর নত হয়ে আছে,
উঁচু হবে না তোমার সামনে-
যদিও পাই ধনের সাগর।


দেখো আজ দাঁড়িয়ে আছি
সাদা শুভ্র এক বেশে,
কালিমা কখনও লাগবে না’ক
থাকো যদি মোর পাশে।


দেখো আজ দাঁড়িয়ে আমি
যেন এক প্রতিরক্ষা সেনা,
ছাড়ব না (দূরে চলে যাব না) তাকে কখনও
আপন করবে তোমায় যে জনা।


দেখো আমি দাঁড়িয়ে আছি
দেহে আমার কত বল,
আজও আছ, চিরদিন রবে
তুমি গুরু মোর সম্বল।
ছেড়োনা, ভুলনা কভু
তবে হয়ে যাব নিশ্চল।


সৈয়দপুর, নারায়ণগঞ্জ।
০৮ ফেব্রুয়ারি, ২০১১ ঈসায়ী।