ওগো চাঁদ,
তুমি আকাশেই সুন্দর,
হাতে তোমায় চাই না
ধু ধু বালির বহর।


ও মেঘ,
ভেসে বেড়াও তাই ভাল,
কাছে তুমি এস না
অবাধ্য তোমার বাষ্প গুলো।


হে সাগর,
ঢেউয়ে তোমার তরঙ্গের খেলা,
মাঝে তোমার যেতে ভয়
ভয়াল কাহিনী আছে মেলা।


ও পাহাড়,
আকাশ ছুঁয়ে তোমার চূড়া,
সৌন্দর্য তোমার দূর হতেই
দেহে তোমার বিপদে ভরা।


হে রবি,
দূর হতে আলোকিত করছ বিশ্ব,
বন্ধু তোমায় ভাবি কত
তবুও কাছেতে গেলে করবে ভষ্ম।


ওগো বন্ধু,
তুমিও কি এদেরই মত?
দূর হতে কাছে ডাকো
কাছেতে তোমার যন্ত্রণা শত।।



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০৮ পৌষ, ১৪২০ বাংলা। ২২ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।