তোমার ছোঁয়া আজ কণ্টকাকীর্ণ
ছুঁয়ো না, বসন আমার জীর্ণ,
কাঁটার আঘাত সইতে না পারি
আমি আজ অতিশয় শীর্ণ...।।


যে হাসিতে মুক্তো ছিল
আজি বিষের বাঁশি লাগে কানে
অনুক্ষণ-প্রতিক্ষণ তনু-মন ছিঁড়ে খায়
আজ তা ঘৃণা, যে ভালোবাসা ছিল তব সনে।


রুপবান মেহমান অতি যতনে
এসেছিলে সংগোপনে দখল নিতে মনে
চলে যাও, দূর হও এসো না নয়নে
ঘৃণা, ঘৃণা, ঘৃণা; শুধু তোমার জন্য বাকিটা জীবনে।



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০৯ পৌষ, ১৪২০ বাংলা। ২৩ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।