ঘুম কন্যা ঘুমাও তুমি মনের খুশীতে
ঘুম পরীরা আসুক নেমে ঘুমের দেশেতে,
ঘুম কুমার এসে ধরুক তোমার হাতে
ঘুম কন্যা, ঘুম কুমার ঘুমাক সুখে রাতে।
ঘুম পাখিরা গান গেয়ে যাক
ঘুম কলমে যাক লিখে যাক,
ঘুম পেঁচারা ঐ দিচ্ছে ডাক
ঘুম শেয়ালের শুনছ কি হাঁক?
ঘুম প্রকৃতির নিঝুম ছবি,
ঘুম ঘুমেতে আঁকছে কবি,
ঘুম ভাবুকে যাচ্ছে ভাবি
ঘুম পাগলের ঘুমের দাবী।


ঘুম কন্যা এখন ঘুমের দেশে
ঘুম কুমার তখনও আছে পাশে,
ঘুম রাজ্যের ভ্রমণ শেষে
ঘুম কন্যার ঘুম ভাঙবে হেসে-
ঘুম কুমারকে ভালো-বেসে।।



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১৭ পৌষ, ১৪২০ বাংলা। ৩১ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী