মুখে তার মধুর কথা
বুকে নেই কোন ব্যথা,
হাতে তার শেকল আঁটা
চিন্তামুক্ত তার মাথা।


আল-আমিন—
কেন তুমি এত চিন্তাহীন?
কেন তোমার দেহে অবসাধ?
কোথায় আজ তোমার দ্বীন?
আল-আমিন—
কেন তোমার চক্ষু অন্ধ?
দু’কান তোমার কেন বন্ধ?
কিসে তোমার এত আনন্দ?
কেন তোমার এ উদাসীনতা?
কেন তোমার এ দীনতা?
কোথায় তোমার শক্ত বাহু-
দমাতে পাপাচার বৃন্দ?
যে দিন বুঝবে,
সে দিন বলবে,
হায়! কপাল আমার মন্দ।


তাই জাগো হে আল-আমিন
নিয়ে তোমার শক্ত বাহু
আবার আসুক সেই দিন।


সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১২ জুন, ২০০৮ ঈসায়ী।