যে দিন আমি চলে যাব
রবোনা এ দুনিয়াতে,
রেখে যাব না কোনকিছু
দিতে প্রিয়জনদেরকে।
রেখে যাব না কোন স্মৃতি
কারও চোখের পাতাতে,
আমি চাই না কারও দুঃখ–কষ্ট
চাইনা কাউকে কাঁদাতে।


যে দিন আমি হারিয়ে যাব,
পাবেনা কেউ আমাকে
আমি তো হারাবো না তাদের
হারাবো না আমি কাউকে।
যে দিন তোমরা আমায় ভুলে যাবে
আর মনে করবে না আমায়;
কেন ভুলতে পারি না আমি
কেন স্মৃতি এসে আমাকে কাঁদায়।
যে দিন সবাই জানতে পারবে
আমার মনের কথা,
বুঝবে সে দিন সকলেই যে হায়
আমার মনের ব্যথা।


কালিঞ্জিপাড়া, মুন্সিগঞ্জ।
১৮ মে, ২০০৮ ঈসায়ী।