১.
টেংরা, পুঁটি, শুটকি মাছ
আর কত খাতি চাস,
পেটের ভেতর মাগুর চাষ
এখন থেকে কম খাস...।।


২.
লাক্ষ্যা, লইট্যা, বোয়াল, ভেটকি
ভাতের সাথে চ্যাবা শুটকি,
কম করে খাস, ওরে ভাইটি
নয়ত, ময়নার মা’র মত হবি ভুটকি...।।


৩.
চিংড়ি যদি খেতেই চাস
গলদা চিংড়ি নাইবা খাস,
গলদা খেয়ে বলদা হয়ে
জীবনটা যাবে বৃথাই রয়ে।
বাগদা চিংড়ি খাবি যবে
বাঘের মতই হবি তবে...।।



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০৭ পৌষ, ১৪২০ বাংলা। ২১ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।


দ্রষ্টব্যঃ 'রম্য' উদ্দেশ্য করে লেখা, শুটকি খেলেই ভুটকি হবে কিংবা গলদা খেলেই বলদা হবে এমনটা কিন্তু নয়।।