একদিন চোখেতে সাগর ছিল
লোনা জল টলমল ছল ছল,
প্রতি মুহূর্তেই উপচে পড়ত
মনের অনল, অবিরল করে শীতল।


ধীরে সাগরটা শুকিয়ে হল নদী
অল্প জল অল্প ক্ষণ প্রবাহন,
যেন কয়লার আগুন নিভাচ্ছে মন
দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় অনুক্ষণ।


এখন নদী শুকিয়ে ধু ধু বালুচর
জল নেই হাহাকার চারিধার,
আজ আর মন কাঁদে না
প্রতিবার, একটিবার, ভয় নেই হারাবার।।



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০৯ পৌষ, ১৪২০ বাংলা। ২৩ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।