জীবনটা ফুলশয্যা নয় জানি-
যেই ফুলশয্যার সঙ্গিনী হয়েছিলে তুমি,
জীবনের কিছুটা মুহূর্তকে ফুলে ফুলে সাজিয়ে দিতে-
যার পর হতে বুঝেছি জীবনটা কণ্টকময় পথও নয়,
একটা নতুন জীবনধারা পেয়েছিলাম তায়-
নতুন আমিত্বের মাঝে, নতুন পৃথিবীতে।


ধীরে ধীরে সাজাচ্ছিলাম আমার সে জগত
তুমি ধৈর্যধারিণী, সহকারিণী হয়ে ছিলে সতত,
এক এক করে গেল দিন, মাস, বছর-
যেন পূর্ণতা এসেছিল কপোত কপোতীর জোড়াতে,
যেন মধুরতার জীবন, বাঁধা ছিলনা হারাতে
যেন জীবনের প্রতিটি পাতায় পড়েছে ভালোবাসার কলমের আঁচর।


কিন্তু একদিন---
হ্যাঁ, একদিন ঘটে গেল যা ছিল অপ্রত্যাশিত
ছোট একটা ভুলে তোমার মনে জমল ক্ষত,
অবিশ্বাস বাঁধল বাসা অতি ধীরেতে-
হয়ত কিছুটা ভুল আমিও করেছি,
লোকমুখে শোনা কথায় কান দিয়েছি
হয়ত তাই অকালেই হয়েছে তোমায় হারাতে।


আজ বড় বোকা লাগে নিজেকে
দীর্ঘশ্বাসে কিছু কষ্টরেখা যাই এঁকে,
সোনালি সেদিনগুলো মনে করায় তোমায় বড় ভালবেসেছি-
তবু অপারগতায় মুষড়ে পড়ি
ফেরাতে তোমায়, বিফল হয়ে নিজেই ফিরি,
কেন যেন মনে হয় অজান্তে কষ্টগুলো সয়ে নিয়েছি।


পাথর হয়ে গেছি নিথর পরিবেশে
বাঁচব না হয়ত বেশীদিন বুঝেছি পরিশেষে,
তাই শেষ বারের মতন তোমায় ফেরাতে এসেছি-
খালি হাতে ফিরিয়ে দিওনা আমায়
জানি আমার বিরহ তোমাকেও কাঁদায়,
কষ্ট যদি ফের আসে আমিই সয়ে নেব, এতদিন যেভাবে সয়ে নিয়েছি।


সৈয়দপুর, নারায়ণগঞ্জ।
০৮ নভেম্বর, ২০১৩ ঈসায়ী।