আজ শিরায় সচল যে রাহু
অন্যায়ে বিদ্রোহী যে বাহু,
জীবন সংগ্রামে জয়ী এই বীর
হৃদয় গভীরে শক্তির ভাণ্ডার তুমি ‘নূর’।


আজ প্রাণেতে উচ্ছসিত যে আবেগ
মনেতে দেয় দোলা যেমনি সবেগ,
নিমিষে বিজয় ‘এভারেস্ট’ চূড়
কঠিন ক্ষণে দৃঢ়তা দাও তুমি ‘নূর’।


আজও যদি আসে দেহে অবসাদ
নির্লিপ্ততা কর দূর, দাও চঞ্চলতার স্বাদ,
ধারণ করেছি তোমায়, জানি হবোনা কভু মূঢ়
অন্তরের অন্তঃস্তরে রেখেছি তোমায় ‘নূর’ (نور)।



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০৭ পৌষ, ১৪২০ বাংলা। ২১ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।