অবশেষে তুমি আসলে ফিরে
আঁধার ভেঙে ঊষা ফোটে যেমন ধীরে,
যেও না আর কখনো ছেড়ে
থেকো পাশে আমারি সুখের নীড়ে।


তুমি বিনে এতটা দিন
অতি সুখের ক্ষণটিও কেটেছে মলিন,
তুমি ছিলে না, ছিল না সুখ
দুঃখের বোঝা ধীরে হয়েছিল গহীন।


আজ তোমায় পেয়ে ঊষা ফুটেছে
দূর হয়েছে দুঃখের আঁধার,
তোমার হাসিতে বাসা বেঁধেছে
সুখের রশ্মি ফিরে আবার।


তোমার ফেরাতে, জীবনের গোড়াতে
নব জীবনের এসেছে জোয়ার,
আমার ভালবাসাতে তোমার আসাতে
শুভেচ্ছা অবশেষে তোমার ফেরার...।।



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০৮ পৌষ, ১৪২০ বাংলা। ২২ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।