সামান্য কেটেছে পা
সামান্য তাই ব্যথা,
একটু একটু অনুভব
নয় বলার মতো কথা।
তাতেই উৎকণ্ঠিত কিছু লোক
সতর্কতায় আছে চোখ-
কষ্ট যতটা পেয়েছি, তার
দ্বিগুন পেয়েছে তাদের বুক।
কেউবা মালিশ, কেউবা মলম
ছুটোছুটি, লুটোপুটি-
সেবায় নিয়োজিত এরা
চিকিৎসা হোক পরিপাটি।


এই যে আপন এরা
সামান্য কষ্ট আমার-
সহ্য করে না তারা;
ঔষধ, মালিশ, মলম নিমেষে করে যোগার।
এই মায়া, এই ভালোবাসা
এই মমত্ববোধ-
ক্ষতে ঔষধ দেয়ার আগেই
পেয়ে যাই আমি ঔষধ।


সৈয়দপুর, নারায়ণগঞ্জ।
২৮ এপ্রিল, ২০১৩ ঈসায়ী।