কে, কাকে করল পুজা, জানে খোদা দয়াময়
অপাত্রে দান করে নষ্ট, মনে আজ সেই ভয়।
ফুল আমি দিলাম তারে, জানিই না তার ঠিকানা
শান্তি মিলল তার আত্মায়, কেমন করে জানা?


পাপী বান্দা আমি একজন, তবু বিশ্বমহাজন
দিয়েছে ভক্তি, প্রাণেতে শক্তি, স্মরি তাঁরে প্রতিক্ষণ।
যেজন ছিল আমার ভাই দুনিয়ারই মাঝে
হাত তুলি, হে দয়াময় ক্ষমা করো ভাইয়ের যা দোষ আছে।
লোক দেখিয়ে নাম জারিতে, সমাধিতে কেন ফুল?
ভাইয়ের জন্য গেলই বা কী, নিজের নামেই উসুল।


মৃতে ফুল লোকে দেয় শুধুই না তবে,
শায়িত ভাই এথা হাজির নাজির, ভাবে মনেতে যবে।
স্পষ্ট শিরক এই কথা স্পষ্ট বলে দ্বীন
জাতির শ্রেষ্ঠ সন্তান ছিল যারা, শুধুই দোয়া দিন।
সারা বছর নাইকো খবর, একটা দিনে ফুল,
জীবন দিয়ে যা দিল তোমায়, এই কি তার উসুল।


তাই আবার হাত তুলি, আয় খোদা রহমান;
আমার ভাইয়েরে তুমি জান্নাতুল ফেরদাউস করো দান...।।



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
২৫ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।