দেহের চামড়া যেমন কুচকে যায়-
মনের অনুভবও তেমনি বদলে যায়,
সৌন্দর্য অহংকার বাড়ায়
মনের পরিপক্বতা বাস্তবতা শেখায়।


দিন যাচ্ছে, বয়স বাড়ছে
আয়ু কমছে, কিছুটা ঝাপসা হয়েছে দৃষ্টি,
মন পেকেছে, জীবন দেখেছে
হে বন্ধু তোমার জন্য কলমে কিছু বাস্তবতার সৃষ্টি।


তুমি নওজোয়ান
রক্তে গরম, সাথে তেজস্বী প্রাণ-
আমার সময় ফুরিয়েছে, প্রাপ্তি এটুকুই
পেয়েছি তোমা হতে একটু বেশী জীবনের ঘ্রাণ।


আমার যুগে এভারেস্ট দেখাই স্বপ্ন ছিল, আর
আজ তুমি করতে পারো জয়,
সময়ের সাথে যে বাস্তবতা জন্মেছিল
আজ সময়ে তুমিই করেছ সে বাস্তবতার ক্ষয়।


তুমি নবীন, আমি প্রবীণ
তোমার ভুবন রঙিন, আমার জীবনে বাজে মৃত্যু বীণ
তুমি এগিয়ে আছ, সময়ই এগিয়েছে তোমায়, শুধু মনে রেখো;
সে সময় হতে এসময়ে তোমায় এনেছি আমরা যারা প্রবীণ।



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১৯ মাঘ, ১৪২০ বাংলা। ০১ ফেব্রুয়ারি, ২০১৪ ঈসায়ী।