আমার ভারী ধবজ পোড়া ঠোঁটে,
এক চিলতে হাসির জন্য
কত ভালবাসাই না দিলে।
কি ই বা দিতে পারব আমি?
আজও নিতে চাই, তোমার কাছে।
হিমে জড়সড় প্রতিকূল পরিবেশে
আমাকে দিও একটু উষ্ণতার,
আশ্রয়;
তোমার ঐ বুকে।
যেন আমি চুপটি মেরে বসে
ওম নিতে পারি।
আমি খুব স্বার্থপর
তাই না?



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১০ পৌষ, ১৪২০ বাংলা। ২৪ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।