শূন্য দশমিক পাঁচ মিলিমিটার ব্যাসের বলপেনে
লিখে যাচ্ছি জৈব যৌগের হাতে,
জাগতিক জীবনে জেগে জেগে-
মহাজাগতিক স্বপ্ন দেখে চলেছি নয়নেতে।


নিউটন, এডিসন, আইনস্টাইনের সূত্রে ঘেরা জীবন
তবু আপন জীবনের স্বপ্ন লালিত বুকেতে,
জ্যামিতি পরিমিতিতে গড়েছি চলার পথ
পাটিগণিতের সরলে গরল বেঁধেছে হিসেবেতে।


দীর্ঘদৃষ্টি ত্রুটি নিয়ে হ্রস দৃষ্টির উদ্দম
ন্যানোটেকনোলজির মতো ক্ষুদ্র হয়েছে দিন দিনেতে,
আন্তঃজালের মতো সম্পর্ক গুলো কেবলি বাড়ায় মায়া
তবু লজ্জাবতী গাছের মতো কুঁকড়ে গেছি ভয় ভয়েতে।


মেরিন ডিজেল ইঞ্জিনের মতো হেভি ডিউটিতে ছিল যে দেহ
ভুল ফুয়েলে জ্বলে অকালে থেমেছে সমুদ্র মাঝেতে,
প্রান্তীয় ঝড়ে ক্রান্তিতে পড়ে আজ ডুবু ডুবু নড়বড়ে-
অসহায় আমি তাই ডাকছি প্রভু তোমায় কিছু উড্ডীয়মান হিলিয়ামের আশাতে।



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১৭ মে, ২০১৪ ঈসায়ী।