আমি মানুষ,
তুমিও মানুষ,
আমার চোখ আজ অন্ধ,
দেখেনা তুমি মানুষটি ক্ষুধায় জর্জরিত।
আমার কান আজ বন্ধ,
শোনেনে তোমার হাহাকার হচ্ছে ধ্বনিত।
আমার মস্তিষ্ক অচল,
বুঝে না তুমি অনাচারে অত্যাচারিত।
তবুও
তুমি মানুষ;
কিন্তু,
মানুষ কি আমিও?



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১৯ মাঘ, ১৪২০ বাংলা। ০১ ফেব্রুয়ারি, ২০১৪ ঈসায়ী।