কবি শুধু নাম নয়,এতো ভালবাসা
যদি না থাকিত কবি,,কিভাবে মিটাইতাম মনের আসা।
কবি শুধু নাম নয়,এতো বঙ্গবীর,,
যদি না থাকিতো কবি,,মনে হয় থাকিতাম পরাধীন।
কবি শুধু নাম নয়,,এতো জীবনের বহিঃপ্রকাশ,,
যদি না থাকিতো কবি,, কে দেখাইতো কৃষককে বাচিবার আশ।
কৃষক কবি,নেতা কবি,কবি শিশু ছেলে রাজ,
চারিদিকে কবি উঠিয়াছে ধ্বনি কে থামাবে আজ।
কবি শুধু নাম নয়,,এতো শংখচিল,,
যদি না থাকিত কবি,,বাজের মত উড়ার সাহস পেতামনা কোনদিন।
কবি শুধু নাম নয়,,এতো বনের বাঘ,,
যদি না থাকিত কবি,,, বিশ্ব বলত বাংলা তোরা নিচ নিচ হয়েই থাক।
পৃথিবীতে শুধু এক কবিই নির্ভিক,,
যারা মানেনা বাধা,,করে দেয় জালিমের চুর্নবিচুর্নধীক।
ওহে কবি তুমিতো খোদার বর হয়ে হলে আবির্ভূত,,
তোমার কারনে ঘুচে গেল ধর্মের সব খুত।
কবি শুধু নাম নয়,,এতো জীবন দর্পন,,
যদি না থাকিত কবি,,,বুঝিতাম না ভাল মন্দ করিতাম অন্যায়ে পদার্পন।