যার হারাবার কিছু নেই তার পাওয়ার অনেক বাকি আছে,,
যার তরি ঢুবেছে সেই মাত্র সাতার শিখেছে।
যে হারিয়েছে সে জন পথের মায়া বুঝেছে,,
যে বিপদে পরেছে সেই মাত্র পথ চিনেছে।
যিনি নিজেকে ভুলিয়েছে,,
তিনিই কারো খুশির কারন হয়েছে।।
যার মন ভেংগেছে,, সেই কিছু করে দেখিয়েছে।
ওহে মন কেন কাদো অকারণ,,
মরনের মধ্যেই যে নতুন জীবন রয়েছে।।
যদি না পারো করিতে ত্যাগ,,
কেমনে সরিবে জীবনের মেঘ।।
কালো ঘন কেশ,,, দেখিতে পারিবেনা তুমি যদি না ছার মিছে সুখের রেশ।।