আধুনিক মনোভূমি


জাহিদ হোসেন রনজু
---------------------------®


মেঠো পথটি যতই আধুনিক হয়
তত হয় রসহীন, রুক্ষ, মরুময়।
পিচঢালা কংক্রিটে পড়ে সব চাপা
ফোঁটে না আর সেথায় ফুল ভূঁইচাপা।


স্পর্শে জুটে নাকো সেই পরশ শীতল
পাওয়া যায় না সোঁদা গন্ধ সুনির্মল।
খরতাপ রোদ মেখে ঝলসানো সাজ
তেমনই আধুনিক মনোভূমি আজ।


সুকুমার অনুভূতি ঝর্ণার মতন
হৃদয়ের মাঝে আর বহে না এখন।
যান্ত্রিক হৃদয় সব স্বার্থ-তে বিলীন
ঘোড়সওয়ারী একা মরু বেদুইন।


--------------------------------
৪ ফেব্রুয়ারি ২০২২, মিরপুর, ঢাকা।